Thursday, August 15, 2019

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কিঃ
ডিজিটাল মাধ্যম ব্যবহার করার মাধ্যমে পন্য ও সেবার বিজ্ঞাপন ও প্রচার করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল, কাম্পউটার, ল্যাপটপের মাধ্যমে ইনটারনেট ব্যবহার করে সার্চ ইন্জিন, ওয়েবসাইট, ইমেইল, ও সামাজিক যোগাযোগের মাধ্যম মোবাইল এ্যাপস ইত্যাদি ব্যবহার করে পন্য বা সেবা সম্পর্কিত যাবতীয় তথ্য ক্রেতা বা ভোক্তার নিকট উপস্থাপন করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এছাড়াও ডিজিটাল বিলবোর্ড বা টেলিভিশন পন্য ও সেবা প্রচার করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কেন করবেন:
সময় ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান এখন ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সহজ পদ্ধতিতে অল্প সময় ও খরছে অধিক সংখ্যক ক্রেতার নিকট পন্য বা সেবা সম্পর্কিত তথ্য পৌঁছানে যায়। ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টার্গেটেড ক্রেতা নির্বাচন করা যায় এবং আকৃষ্ট করা যায় ফলে ডিজিটাল মার্কেটিং ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে।
বর্তমানে বাংলাদেশে  অনলাইন ভিওিক নতুন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে পাশাপাশি পুরাতন প্রতিষ্ঠান সমূহে অনলাইন সেবার আওতাভূক্ত করছে। প্রতিটি সচেতন ব্যাক্তি স্মার্ট ফোন, কম্পিউটার বা অন্য কোনও ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইনটারনেট ব্যবহার করে ফলে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং কৌশল অবলম্বন করে খুব সহজেই টার্গেটেড কাস্টমারের নিকট পৌছানো যায়।

কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন: 
ডিজিটাল মার্কেটিং করার বিভিন্ন পদ্ধতি রয়েছে সর্বাধিক কার্যকরী এবং সহজ পদ্ধতি সমূহ আলোচনা করা হয়েছে:-
  1. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  2. কন্টেন্ট মার্কেটিং
  3. ইমেইল মার্কেটিং
  4. ওয়েবসাইট
  5. সার্চ ইন্জিন অপটিমাইজেশন
  6. এ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি
তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সময়ের প্রেক্ষাপটে পড়াশোনা, চাকুরি, ব্যবসা-বানিজ্য সবকিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

No comments:

Post a Comment

Featured Post

Cats Eye Shining at Night | Cat